BLOG VIEW

Vendor Registration process

হালালবারি ডট কম এ বিক্রেতা হিসাবে নিবন্ধন করার মাধ্যমে, আপনি ঘরে বসে সহজে আপনার পন্য বাংলাদেশের যেকোন প্রান্তে বিক্রয় করতে পারেন ।


আপনি নিম্নলিখিত সহজ পদক্ষেপগুলির মাধ্যমে বিক্রেতা হিসাবে  ফ্রি নিবন্ধন করতে পারেন: 

ধাপ 1: প্রথমে www.halalbari.com/seller-platform এই লিংকে ক্লিক করতে হবে । এরপর ‍Sign Up বাটনে ক্লিক করতে হবে । এরপর মোবাইল নাম্বার দিয়ে ‍SEND এ ক্লিক করে OTP Code দিয়ে ফোন ভেরিফাই করতে হবে ।


ধাপ 2: ‍পরবর্তিতে আপনার নাম, শপ এর নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে Sign Up বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে ।


ধাপ 3: রেজিস্ট্রেশ সম্পন্ন হলে মেনু থেকে আপনার বিক্রেতা ড্যাশবোর্ড (Vendor Dashboard) এ যেতে হবে এবং এখান থেকে Profile এ ক্লিক করে আপনার Business information, Logo, Banner, Bank Account Number (যে একাউন্ট এ আপনি টাকা নিবেন) দিয়ে ড্যাশবোর্ড সেট আপ করুন ।


ধাপ 4: এখন আপনি যে পণ্যগুলি বিক্রি করতে চাচ্ছেন সেগুলো ভেনডর ড্যাশবোর্ড থেকে আপলোড করুন।


ধাপ 5: একবার পণ্য গ্রাহকের দ্বারা ডেলিভারি প্রাপ্ত হলে Halal Bari-এর চার্জ কাটার পরে পেমেন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে।

 

Free Vendor Registration

Vendor Registration Process ভিডিও আকারে দেখতে নিচের এই লিংকে ক্লিক করুন: 

https://www.youtube.com/embed/XTvFH--6Xxg



Follow the step by step guide and learn how to Create Vendor Account